টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিং করতে পাঠিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কিয়েরন পোলার্ড। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচ।
ওয়েস্ট ইন্ডিজ দল তাদের একাদশে কোনো পরিবর্তন না আনলেও একটি পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা। পেসার লাহিরু কুমারার বদলে জায়গা পেয়েছেন বিনুরা ফার্নান্দো।
বিশ্বকাপের সেমিফাইনালে আশা আগেই শেষ হয়ে গেছে শ্রীলঙ্কার। চার ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র একটি ম্যাচে। বাংলাদেশের বিপক্ষে পাওয়া সেই জয়ে দুর্দান্ত ব্যাট করেছিলেন চারিথ আসালাঙ্কা।
আর তিন ম্যাচে মাত্র ১ টি জয় নিয়ে সেমিফাইনালের আশা একপ্রকার শেষ ওয়েস্ট ইন্ডিজেরও। তাদের একমাত্র পাওয়া জয়ও সেই বাংলাদেশের বিরুদ্ধেই।
Leave a reply