আমার কাছে অনেক প্রশ্নেরই উত্তর নেই : মাহমুদউল্লাহ

|

অধিনায়কই জানেন না অনেক প্রশ্নের উত্তর!

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার কারণ জানা নেই বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহর। তিনি বলেন, এই মুহূর্তে আমারও অনেক প্রশ্নের উত্তরই জানা নেই। ব্যাটিংসহ অন্যান্য সব ইউনিটের ব্যর্থতার কারণ আমিও খুঁজছি।

ব্যর্থতার দায় শুধু কোচের উপর দিতে চান না মাহমুদউল্লাহ রিয়াদ। দলগতভাবে ব্যর্থতার দায় নিতে চান তিনি। এর ফলে দলের খোলনলচে বদলে ফেলা হবে কিনা সে সিদ্ধান্ত বোর্ডের, এমনটাই জানিয়েছেন তিনি।

বিশ্বকাপে এমন ভরাডুবির দায় নিয়ে অবসর নিয়ে কিছু ভাবছেন কি না, এমন প্রশ্নের জবাবে মাহমুদউল্লাহ জানান, এখনই সেরকম কিছু ভাবছেন না তিনি। এ সংক্রান্ত সিদ্ধান্ত তিনি ছেড়েছেন বিসিবির উপর। মাহমুদউল্লাহ বলেন, কেন এমন হলো তার উত্তর খুঁজছি আমি। ওমান ম্যাচের পর শ্রীলঙ্কার সাথে খেলা পর্যন্ত আমাদের ব্যাটিং ভালো ছিল। তবে আমরা মোমেন্টাম কাজে লাগাতে পারিনি। আর আমাদের ব্যাটিং একদমই গ্রহণযোগ্য নয়। কেন এমন হলো তার উত্তর আমিও খুঁজছি।

বাংলাদেশ ক্রিকেটে আদৌ কোনো উন্নতি করেছে কিনা, সে প্রশ্নের জবাবে মাহমুদউল্লাহ বলেন, টি-টোয়েন্টিতে আমাদের অবস্থা এখনও ভালো নয়। এই ফরম্যাটে এখনও আমরা পায়ের নিচে মাটি খুঁজছি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply