‘চীনের বিরুদ্ধে তাইওয়ানের সাথে আছে পুরো ইউরোপ’

|

ছবি: সংগৃহীত।

তাইওয়ানে প্রথম আনুষ্ঠানিক সফরে যাওয়া ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিরা বলেছেন, কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন এই দ্বীপ ভূখণ্ড একা নয়। একই সাথে বেইজিংয়ের ক্রমবর্ধমান চাপের মুখোমুখি হওয়া স্বশাসিত দ্বীপটির সাথে সম্পর্ক জোরদারে বলিষ্ঠ পদক্ষেপ নিতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, ভ্যাটিকান সিটি ছাড়া ইউরোপীয় ইউনিয়নের কোনও দেশের সাথেই আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই তাইওয়ানের। ইউরোপীয় ইউনিয়নের সদস্যদের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করতে চায় চীনের বেয়াড়া এই স্বশাসিত দ্বীপটি।

ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদের সফর এমন এক সময়ে হচ্ছে যখন চীন গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানের আকাশসীমায় বারবার যুদ্ধবিমানের অনুপ্রবেশ ঘটিয়ে সামরিক চাপ বৃদ্ধি করছে। বেইজিং এই দ্বীপ ভূখণ্ডের মালিকানা দাবির পাশাপাশি প্রয়োজনে বলপ্রয়োগের মাধ্যমে চীনের সাথে পুনঃএকত্রীকরণেরও হুমকি দিয়ে রেখেছে।

বৈঠকে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনকে ইউরোপীয় পার্লামেন্টের ফরাসি সদস্য রাফায়েল গ্লুকসমান বলেন, আমরা এখানে এসেছি খুবই সাধারণ, খুব স্পষ্ট বার্তা নিয়ে, আপনারা একা নন। ইউরোপ আপনাদের পাশে আছে।

প্রতিনিধি দলের প্রধান গ্লুকসমান বলেন, আমাদের এই সফরকে প্রথম গুরুত্বপূর্ণ ধাপ হিসাবে বিবেচনা করা উচিত। শক্তিশালী ইইউ-তাইওয়ান অংশীদারিত্ব গড়ে তোলার জন্য পরবর্তীতে আমাদের উচ্চ-পর্যায়ের বৈঠকে অত্যন্ত সুনির্দিষ্ট এজেন্ডা এবং একসঙ্গে উচ্চ-পর্যায়ের পদক্ষেপ নেয়া দরকার।

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply