ফেরি উদ্ধারের মূল কাজ শুরু হতে পারে আজ

|

পাটুরিয়ায় ডুবে যাওয়া আমানত শাহ ফেরিটি উদ্ধারে আজও উদ্ধারপূর্ব প্রস্তুতি চালাচ্ছে জিনো-ইন এন্টারপ্রাইজ। এরইমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে প্রতিষ্ঠানটির একটি সেলফবার্জ।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী সেল্ফবার্জটি। বাকি ৫টি আজকের মধ্যে পৌঁছানোর সম্ভাবনা র‍য়েছে।

বিআইডব্লিওটিএ জানায়, সবগুলো সেলফবার্জ পৌঁছানোর পরেই শুরু হবে মূল উদ্ধারকাজ। এদিকে দুর্ঘটনার পর থেকেই ৫ নম্বর ফেরিঘাট বন্ধ থাকায় পাটুরিয়া ঘাটে তৈরি হচ্ছে যানবাহনের দীর্ঘ সারি। যাতে ভোগান্তিতে পড়ছেন যাত্রী ও চালকরা।

গত ২৭ অক্টোবর মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে পণ্যবাহী যানবাহন ও মোটরসাইকেলসহ বেশকিছু গাড়ি নিয়ে ডুবে যায় ফেরি শাহ আমানত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply