পরিবহন ধর্মঘটে জনগণের দুর্দশার সীমা নেই। সরকার জনগণের অধিকার কেড়ে নিয়েছে। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (৫ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন আয়োজিত মানববন্ধনে এ মন্তব্য করেন তিনি। আমীর খসরু মাহমুদ বলেন, বাংলাদেশ আজ বিশ্বের অন্যতম ব্যয়বহুল দেশ।
যাদের দায়িত্ব দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার, তারাই লুটপাট করছে বলে মন্তব্য করেন তিনি। দ্রব্যমূল্য বাড়ার পেছনে রাষ্ট্রীয় তহবিল লুটপাটের ইতিহাস আছে দাবি করে আমীর বলেন, আওয়ামী লীগ বারবার ভোট চুরি করে ক্ষমতায় টিকে আছে। তাদের সাথে বিএনপি সংলাপে যাবে না।
যেসব দল গণতন্ত্রে বিশ্বাস করে, প্রয়োজনে তাদের সাথে নিয়ে নির্বাচন কমিশন গঠন করা হবে বলে জানান তিনি।
Leave a reply