উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক নেয়া হচ্ছে রওশন এরশাদকে

|

ছবি: সংগৃহীত

গুরুতর অসুস্থ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য রওশন এরশাদকে উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে নেয়া হচ্ছে।

শুক্রবার (৫ নভেম্বর) সন্ধ্যার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে ব্যাংককের পথে রওনা হয়েছে এয়ার অ্যাম্বুলেন্স। থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা নেবেন তিনি।

প্রায় ৩ মাস ধরে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। শ্বাসকষ্ট ও ফুসফুসে কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বৃদ্ধির কারণে গত ১৫ আগস্ট রওশন এরশাদকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছিল। ফুসফুসে কার্বন ডাই-অক্সাইডের স্বাভাবিক মাত্রা ৫০-৬০ থাকার কথা, সেখানে তার ছিল ২০০ এর বেশি। তবে তার করোনা ও ডেঙ্গু পরীক্ষার ফল নেগেটিভ আসে।

শারীরিক অবস্থার অবনতি হলে তাকে গত ১৬ আগস্ট সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউতে নেয়া হয়েছিল। তিনি যেনো সুস্থ হয়ে ফিরে আসতে পারেন, সেজন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ছেলে সাদ এরশাদ।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply