আরিয়ানকে কিডন্যাপ করে মুক্তিপণ আদায়ের পরিকল্পনা ছিল সমীরের: মন্ত্রী

|

ছবি: সংগৃহীত

এনসিবির মুম্বাই জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে অভিযোগ করেই চলেছেন ভারতের মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক। এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক শুরু থেকেই বলে চলেছেন, প্রমোদতরীতে এনসিবির অভিযান পুরোটাই ওয়াংখেড়ের ‘সাজানো নাটক’।

এবার দেশটির কেন্দ্রীয় সংস্থার এই কর্মকর্তার বিরুদ্ধে ‘অপহরণের চেষ্টা’র অভিযোগ আনলেন নবাব মালিক। তার অভিযোগ মাদক মামলার অজুহাতে আরিয়ানকে কিডন্যাপ করতে চেয়েছিলো সমীর ওয়াংখেড়ে। বিনিময়ে শাহরুখ খানের কাছ থেকে অর্থ আদায় করার উদ্দেশ্য ছিল তার। এই মন্ত্রী হুমকি দিয়েছেন, শীঘ্রই সমীরের সকল পরিকল্পনা বেরিয়ে আসবে। খবর হিন্দস্তান টাইমসের।

এছাড়াও টুইটারে উদ্ধব সরকারের সংখ্যালঘুদের মন্ত্রী লেখেন, আমি বিশেষ তদন্তকারী দল দিয়ে ওয়াংখেড়ের বিরুদ্ধে তদন্তের দাবি করেছিলাম। আরিয়ান খানকে কিডন্যাপ এবং পরিবর্তে মুক্তিপণ আদায়ের চেষ্টার জন্য। এবার দু’টো বিশেষ তদন্তকারী দল গঠিত হয়েছে। দেখা যাক কে সমীর ওয়াংখেড়ের পরিকল্পনা সামনে তুলে আনে।

উল্লেখ্য, গত ২ অক্টোবর গোয়াগামী প্রমোদতরী থেকে শাহরুখ পুত্রকে আটক করে এনসিবির একটি দল। সেই তদন্তকারী দলের নেতৃত্বে ছিলেন সমীর ওয়াংখেড়ে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply