ইরাকের প্রধানমন্ত্রীর বাসায় ড্রোন হামলা

|

ইরাকের প্রধানমন্ত্রীর বাসভবনে ড্রোন হামলা চালানো হয়েছে। তবে অল্পের জন্য প্রাণে বেঁচেছেন প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাদিমি।

কর্তৃপক্ষ জানায়, রোববার (৭ নভেম্বর) সকালে বাগদাদের সুরক্ষিত স্থান হিসেবে খ্যাত গ্রিনজোনে অবস্থিত প্রধানমন্ত্রীর বাসভবনে বোমা বোঝাই একটি ড্রোন বিস্ফোরিত হয়। এসময় প্রধানমন্ত্রী কাদিমি বাসভবনেই অবস্থান করছিলেন। তবে তিনি অক্ষত আছেন বলে নিশ্চিত করা হয়।

হামলার পর এক টুইট বার্তায় নিজের সুস্থতার কথা নিশ্চিত করেন প্রধানমন্ত্রী কাদিমি নিজেই। হামলার পরপরই পুরো এলাকায় তল্লাশি অভিযান জোরদার করা হয়। এখনও ড্রোন হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply