নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে নিহত ১

|

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্বাচনী সহিংসতায় রশিদ মোল্লা নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও ৪ জন।

শনিবার ( নভেম্বর) রাতে মীরকুঠিরছেঁও এলাকায় এ ঘটনা ঘটে। এতে জিজ্ঞাসাবাদের জন্য এ পর্যন্ত ৫ জনকে আটক করেছে পুলিশ।

নিহতদের স্বজনদের দাবি, মুড়াপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার নির্বাচনকে ঘিরে উত্তেজনা বিরাজ করছিল। নিজের পছন্দের প্রার্থীর বাইরে অন্য কারও প্রচারণায় বাধা দিচ্ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান। এরই জেরে হতাহতদের গুলি করা হয় বলে দাবি স্বজনদের।

ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply