কাতালানদের অবিশাস্যভাবে পয়েন্ট হারানোর রাতে প্রত্যাশিতভাবেই জয় নিয়ে মাঠ ছেড়েছে ফেভারিট রিয়াল মাদ্রিদ। কাল রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রায়ো ভায়োকানোকে ২-১ গোলে হারিয়েছে লস ব্ল্যাঙ্কোসরা। এই জয়ে রিয়াল সোসিয়েদাদকে টপকে আবারও শীর্ষে ফিরলো কার্লো আনচেলত্তির দল।
রিয়ালের ঘরের মাঠ বার্নাব্যুতে ১৪ মিনিটেই স্বাগতিকদের উৎসবের উপলক্ষ এনে দেন টোনি ক্রুজ। ৩৮ মিনিটে ডেভিড আলাবার কাছ থেকে বল পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন করিম বেনজেমা। এই মৌসুমে এটা ফরাসি স্ট্রাইকারের ১৪তম গোল। দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল।
সহজ জয়ের অপেক্ষাতেই ছিল তারা। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা চালায় রায়ো। ৭৬ মিনিটে রাদামেল ফ্যালকাও রিয়ালের রক্ষণ ভেদ করতে সমর্থ হয়। এতে গোলের ব্যবধান কমলেও হার ঠেকাতে পারেনি রায়ো।
এই জয়ে ২৭ পয়েন্ট নিয়ে রিয়াল সোসিয়েদাদকে টপকে টেবিলের শীর্ষে অবস্থান রিয়াল মাদ্রিদের।
Leave a reply