হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বাসায় ফিরছেন। আজ বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে নিজ বাসায় ফিরবেন তিনি।
রোববার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে হাসাপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে খালেদা জিয়ার।
গেলো ১ মাসে পরীক্ষা-নিরীক্ষায় তার শরীরে একটি লাম্প দেখা যায়। ২৫ অক্টোবর ছোট একটি অপারেশন করা হয় তার।
এর আগে, ১২ অক্টোবর ৭৬ বছর বয়সী খালেদা জিয়ার শরীরে জ্বর দেখা দিলে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে ১০ সদস্যের মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসাধীন তিনি।
প্রসঙ্গত, করোনাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে এর আগেও টানা ৫৪ দিন একই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া।
Leave a reply