তেলের দাম বৃদ্ধির ফলে ও ভাড়া বাড়ানোর দাবিতে সড়ক ও নৌপথে যাত্রী পরিবহন বন্ধ রয়েছে। আর এরফলে বাড়তি চাপ পড়েছে ট্রেনে।
রোববার (৭ নভেম্বর) সকাল থেকেই রাজধানীর কমলাপুর ও বিমানবন্দর রেলস্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়। দেশের বিভিন্ন প্রান্তের যাত্রীরা ভোররাত থেকে ভিড় করেছেন রেল স্টেশনে।
যাত্রীদের বাড়তি চাপ থাকায় দীর্ঘ সময় অপেক্ষার পরও অনেকে টিকিট পাচ্ছেন না। আবার টিকিট পেলেও মিলছে না কাঙ্ক্ষিত আসন। দাঁড়িয়ে যেতে হচ্ছে গন্তব্যে। বড়দের সাথে ভোগান্তিতে পড়েছে শিশুরাও।
এছাড়া, বিভিন্ন চাকরি ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীরাও চরম দুর্ভোগে পড়েছেন। যাত্রীরা জানান, সড়কে কয়েকগুণ বাড়তি ভাড়া দিতে দিতে পকেটও প্রায় শূন্য। যাত্রীদের বাড়তি চাপ সামলাতে বাড়তি বগি সংযোজন করেছে রেল কর্তৃপক্ষ।
Leave a reply