বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভে উত্তাল স্পেন। শনিবার রাজধানী বার্সালোনার সড়কে নামে আসে হাজারো বাসিন্দা।
ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে বিদ্যুতের দাম কামানোর দাবিতে স্লোগান দেন তারা। এক বছরের পর আবারও দাম বাড়ানোর সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন তারা। গেল বছরের তুলনায় এ বছর সাড়ে পাঁচ শতাংশ বাড়ানো হয়েছে দাম।
বিদ্যুৎ খাতে এ ধরনের কেলেঙ্কারি বন্ধের দাবি বিক্ষোভকারীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আগে থেকেই মোতায়েন ছিল পুলিশ। তবে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।
দাম নিয়ন্ত্রণে বিদ্যুত কোম্পানিগুলোর বিরুদ্ধে সরকারের কঠোর পদক্ষেপের পরও আসলো মূল্যবৃদ্ধির এ সিদ্ধান্ত। তবে প্রতিষ্ঠানগুলোর দাবি, জ্বালানি ও গ্যাসের দাম বৃদ্ধিই বিদ্যুতের দাম বাড়ার পেছনে দায়ী।
Leave a reply