যানজটের কারণে বিলম্বিত হলো ম্যাচ!

|

অন্য অনেক খেলার মতো ক্রিকেটেও সময়ের খুব দাম। এজন্য বোলিং করতে বেশি সময় নিলেও গুনতে হয় জরিমানা। তাই বৃষ্টি বা অনিবার্য প্রাকৃতিক কারণ ছাড়া ম্যাচ শুরু হতেও দেরি হয় না। কখনো হয়তো বা দর্শকদের উচ্ছৃঙ্খল আচরণের কারণেও খেলা বিলম্বিত হয়েছে। কিন্তু যানজটের কারণে খেলা বিলম্বিত হওয়ার ঘটনা বিরল। ঢাকা প্রিমিয়ার লিগে মঙ্গলবার ঘটেছে এমন ঘটনা।

বিকেএসপিতে কলাবাগান ক্রীড়াচক্র ও মোহামেডানের স্পোর্টিংয়ের মধ্যকার ম্যাচটি দেরিতে শুরু হয়েছে যানজটের কারণে। ঢাকা থেকে সাভারস্থ বিকেএসপির রাস্তায় যানযট থাকেই। কলাবাগান ও মোহামেডান ম্যাচ দেরিতে শুরু হওয়ারও মূল কারণ সাভার ইপিজেড’র সামনের যানজট। জানা গেছে, এই জায়গায় বসে থাকতে থাকতেই নাকি ম্যাচের সময় প্রায় হয়ে গিয়েছিল। পরে দুই দলের খেলোয়াড়, কর্মকর্তা ও ম্যাচ অফিশিয়ালরা বাস থেকে নেমে রিকশা বা নিজস্ব উপায়ে মাঠে পৌঁছান। নির্ধারিত সময়ে পৌঁছালেও খেলা শুরুর প্রস্তুতি নিতে নিতে আধ ঘণ্টার মতো দেরি হয়ে যায়। সকাল ৯টার খেলা শুরু হয় সাড়ে ৯টায়।

তবে, আধ ঘণ্টা দেরিতে শুরু হলেও পূর্ণ ৫০ ওভারের খেলাই হচ্ছে। টসে জিতে প্রথমে ব্যাটিং করছে কলাবাগান।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply