বিপর্যয়ের পর লড়ছে আফগানিস্তান

|

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টস জিতে ব্যাট করছে আফগানিস্তান। প্রাথমিক ব্যাটিং বিপর্যয়ের পর নাযিবুল্লাহ জাদরানের দৃঢ়তায় লড়াই করছে মোহাম্মদ নবির দল।

কিউই তিন পেসারের তোপে ব্যাটিংয়ের শুরুতেই তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে আফগানিস্তান। অ্যাডাম মিলনে প্রথমে হানেন আঘাত। মোহাম্মদ শাহজাদকে উইকেটের পেছনে উইকেটরক্ষক ডেভন কনওয়ের দুর্দান্ত ক্যাচে পরিণত করেন এই এক্সপ্রেস পেসার। পরের ওভারেই আফগান উদ্বোধনী ব্যাটার হযরতুল্লাহ জাজাইর উইকেট শিকার করেন ট্রেন্ট বোল্ট। টিম সাউদিও বাদ যাননি উইকেট শিকারে। তিনে ব্যাট করতে নামা রাহমানুল্লাহ গুরবাজকে চমৎকার ইনসুইঙ্গারে এলবিডব্লিউ করে তিনি সাজঘরে ফেরালে বিপদে পড়ে যায় আফগানিস্তান।

১৯ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা আফগান ইনিংস মেরামতের দায়িত্বে ব্যাট করতে থাকেন নাযিবুল্লাহ জাদরান ও গুলবাদিন নায়িব। ৩৭ রানের জুটি গড়ে ইশ সোধির বলে বোল্ড হন গুলবাদিন নায়িব। তবে আরেক প্রান্তে ঠিকই দলের স্কোর বাড়ানোর কাজ করে যান নাযিবুল্লাহ জাদরান। ৪২ বলে ৫৭ রান করে তিনি ব্যাট করছেন এখন। শেষ খবর পাওয়া পর্যন্ত আফগানদের সংগ্রহ ১৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০১ রান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply