পাকিস্তানী বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার আজিম রাফিককে নিয়ে বর্ণবাদী মন্তব্য করেছিলেন মাইকেল ভন। এবং সেটা দেখেছেন ও শুনেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রানা নাভিদ-উল-হাসান। মাইকেল ভন তার প্রতি আসা অভিযোগ অস্বীকার করার পরই পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে এমন কথা বলেছেন সাবেক পেসার রানা নাভেদ।
বর্ণবাদ ইস্যুর শিকার আজিম রাফিক এখন খবরের বিষয়। গ্যারি ব্যালান্স ও মাইকেল ভনের বর্ণবাদী মন্তব্যের শিকার তিনি।
সম্প্রতি ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের সাবেক খেলোয়াড় ও পাকিস্তানি বংশোদ্ভূত আজিম রাফিক বর্ণবাদী মন্তব্যের অভিযোগ এনেছেন। যদিও ভনের দাবি, তিনি এমন কোনো মন্তব্য করেননি আজিম রাফিকের বিরুদ্ধে।
এবার ভনকে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে এই বিষয়ে মুখ খুলেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রানা নাভিদ উল হাসান। তিনি স্পষ্ট শুনেছেন আজিম রাফিককে নিয়ে করা মাইকেল ভনের বর্ণবাদী মন্তব্য।
রানা নাভিদ উল হাসান বলেছেন, আমি পরিষ্কার দেখেছি ও শুনতে পেয়েছি ভনের সেই বর্ণবাদী মন্তব্য। কারণ সেই সময় আমি ইয়র্কশায়ার ক্লাবে উপস্থিত ছিলাম। কয়েকজন এশিয়ান খেলোয়াড়দের উদ্দেশ্য করে ভন বলছিলেন, এদের সংখ্যা ক্লাবে বেড়েই যাচ্ছে, কিছু একটা করে এদেরকে থামাতে হবে।
ইয়র্কশায়ার ক্লাবে ৪ জন এশিয়ানের মধ্যে আজিম রাফিক এবং রানা নাভেদ ছিলেন। এই অভিযোগগুলোর কারণে কোনো আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে পারবে না ইয়র্কশায়ার ক্রিকেট ক্লাব। একই কারণে বিবিসির রেডিও শো করা থেকেও অব্যাহতি পেয়েছেন মাইকেল ভন।
Leave a reply