বিষাক্ত ফেনায় ছেয়ে গেছে যমুনা নদী

|

ছবি: সংগৃহীত।

ভারতের দিল্লিতে যমুনা নদীতে ভয়ংকর দূষণ দেখা দিয়েছে। দূষণের ফলে নদীর পানি সাদা ফেনায় ছেয়ে গেছে বলে সোমবার (৭ নভেম্বর) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, হিন্দু ধর্মাবলম্বীদের ছট পূজার প্রথম দিন যমুনার দূষিত পানিতেই পূণ্যস্নান সেরেছেন পূজারিরা। পূজারিরা যমুনা নদীর পানিকে পবিত্র মনে করেন।

ভারতের বিহার, ঝাড়খণ্ড ও উত্তর প্রদেশের সীমান্তবর্তী এলাকার হাজার হাজার পুণ্যার্থী যমুনায় চার দিনব্যাপী পূজার উৎসবের জন্য নদীর তীরে সমাবেত হন। পূণ্যলাভের আশায় যমুনা নদীর পানিতে স্নান করেন তারা। ছটপূজার প্রথমদিনে পুণ্যার্থীদের দূষিত পানিতেই স্নান করতে দেখা যায়।

দূষিত পানিতে স্নান করার ফলে চর্মরোগের আশঙ্কায় ক্ষোভ প্রকাশ করেছেন পুণ্যার্থীরা। যমুনার দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশকর্মীরাও। বার্তা সংস্থা এএনআইয়ের প্রকাশ করা ছবি ও ভিডিওতে দেখা যায়, দূষণের কারণে যমুনায় পানিই চোখে পড়ছে না, শুধু বিশাল আকারের সাদা ফেনা ভাসতে দেখা যাচ্ছে।

এ ব্যাপারে পরিবেশকর্মীরা জানান, যমুনার পানিতে অ্যামোনিয়া ও ফসফেটের মাত্রা অনেক বেড়ে গেছে। এ ছাড়া কল- কারখানার বর্জ্য পদার্থ যমুনা নদীর পানিতে অত্যধিক পরিমাণে মিশে যাওয়ার ফলেই দূষণ মারাত্মক আকার ধারণ করেছে। সেই কারণেই এরকম ফেনা দেখা যাচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply