পাকিস্তান সফরে গেলেন তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী

|

ছবি: সংগৃহীত

দ্বিপাক্ষিক আলোচনার জন্য প্রথমবারের মতো পাকিস্তান সফরে গেলেন তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি।

তিন দিনের সফরে বুধবার সন্ধ্যায় ইসলামাবাদ পৌঁছান তিনি। সফরে অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগসহ দ্বি-পাক্ষিক নানা ইস্যুতে আলোচনার কথা রয়েছে। আফগান পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে আছেন মন্ত্রিসভার আরও ২০ সদস্য।

তালেবানের প্রত্যাশা, এই সফরে পাকিস্তানে অবস্থিত মার্কিন, চীন ও রাশিয়ায় কূটনীতিকদের সাথে বৈঠক করতে পারবেন তারা। মূলত ইসলামাবাদে আয়োজিত ‘ট্রোইকা প্লাস’ বৈঠকে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়।

পাকিস্তান সরকার জানায়, আফগান নাগরিকদের ভিসা ও সীমান্ত কার্যক্রমে গতিবিধি বাড়ানোর বিষয়েও কথা হবে। ১৫ আগস্ট ক্ষমতা নেয়ার পর এখন পর্যন্ত তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি কোনো দেশ।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply