ডেথ ওভারে ভয়ঙ্কর পাকিস্তান, দেখুন রেকর্ড

|

ছবি: সংগৃহীত

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে পাকিস্তান। সুপার টুয়েলভ পর্বে কোনো দলই পাত্তা পায়নি বাবর আজম বাহিনীর কাছে। সবার আগে তাই নিশ্চিত করেছে সেমিফাইনাল।

দলের এমন পারফরমেন্সে খালি চোখে শুরুর দিকের ক্রেডিট দেখা গেলেও ডেথ ওভারেই আসল খেলা দেখিয়েছেন শোয়েব মালিক ও আসিফ আলিরা। অবিশ্বাস্য হারে এই ডেথ ওভারেই রান তুলেছে দলটি।

টি-টোয়েন্টি ক্রিকেটে ১-৬ ওভার পর্যন্ত পাওয়ার প্লে। পাওয়ার প্লে-তে পাকিস্তান রান তুলেছে ধীরগতিতে। সুপার টুয়েলভে ৫ ম্যাচে ১৮০ বল খেলে মোট ১৭৫ রান করে দলটি। রান রেট মাত্র ৫.৮৩। অবশ্য বাবর-রিজওয়ানের কল্যাণে এভারেজ সাড়ে সাতাশি। আর এসময় উইকেট হারিয়েছে মাত্র ২টি।

মিডল ওভারে পাকিস্তানের রান তোলার গতি একটু বেশি হলেও উইকেটও হারিয়েছে বেশি। ৩০০ বলে ৮.২৪ রানরেটে মোট ৪১২ করেছে দলটি। যেখানে ৫ ম্যাচে উইকেট হারিয়েছে ১১টি।

পাকিস্তান সবচেয়ে দুর্দান্ত ডেথ ওভারে। সুপার টুয়েলভের ৫ ম্যাচে শেষদিকে ৯৩ বল খেলে পাকিস্তান দল অবিশ্বাস্যভাবে সংগ্রহ করেছে ২২৬ রান। যেখানে তারা ওভারপ্রতি রান তুলেছে ১৪.৫৮ হারে। উইকেট হারিয়েছে মাত্র ৩টি। এভারেজও দারুণ, ৭৫.৩৩।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply