বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত

|

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষা চলে ১১টা পর্যন্ত।

রাজধানীর ৭৯টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা শুরু হয়। প্রায় দেড় লাখ পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেন। তিন ব্যাংকের নিয়োগ পরীক্ষা স্থগিত হলেও শুক্রবার বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয়। এ বিষয়ে আগেই এক বিজ্ঞপ্তিতে তারা বলেছে, শুক্রবার অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (জেনারেল) পদে এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের অফিসার (জেনারেল) নিয়োগ পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বাংলাদেশ ব্যাংক ব্যাংকার্স সিলেকশন কমিটির তিন ব্যাংকের দুই পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করে। এর মধ্যে ছিল সোনালী ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের সিনিয়র অফিসার (আইটি) এবং জনতা ও সোনালী ব্যাংকের অ্যাসিসট্যান্ট ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর পদ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply