নিষিদ্ধ শিশুখাদ্য বীপণন : ৩ আসামিকে কারাগারে প্রেরণ

|

নিষিদ্ধ শিশু খাদ্য বাজার থেকে তুলে না নেয়ার মামলায় তিন ব্যবসায়ী, ডিলার ও এজেন্টের জামিন না মঞ্জুর না করে কারাগারে পাঠিয়েছে আদালত। বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এএসএম মারুফ চৌধুরী এ আদেশ দিয়েছেন।

ক্ষতিকর সালমোনেলা ভাইরাস পাওয়ায় ফ্রান্সের কোম্পানি ল্যাকটালিজ গ্রুপ গতবছর তাদের উৎপাদিত শিশুখাদ্য নিষিদ্ধ করে। কিন্তু নোটিশ পাওয়ার পরও বাংলাদেশে আমদানীকারক প্রতিষ্ঠান জেস ইন্টারন্যাশনাল এই শিশুখাদ্য পুরোপুরি বাজার থেকে তুলে নেয়নি।

জাতীয় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, নিষিদ্ধ বেবি কেয়ার-ওয়ান ও বেবি কেয়ার টু এর কয়েকটি ব্যাচের পণ্য বাজারে পাওয়ায় মামলা করে। এই মামলায় বুধবার আদালত আমদানীকারক জেস ইন্টারন্যাশনালের জাওয়াদুল হক, এজেন্ট বোরহানউদ্দিন ও ডিলার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply