সিরিয়ার পরমাণু চুল্লি ধ্বংসের কথা স্বীকার করলো ইসরায়েল

|

অবশেষে, সিরিয়ার পরমাণু চুল্লি ধ্বংস করে দেয়ার কথা স্বীকার করলো ইসরায়েল। বুধবার, ২০০৭ সালের সে হামলার ভিডিওচিত্র প্রকাশ করে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়।

তেলআবিব বলছে, নির্মাণাধীন পরমাণু চুল্লিটি ইসরায়েল ও গোটা মধ্যপ্রাচ্যের জন্যই হুমকি তৈরি করতো। হামলায় এফ সিক্সটিন ও এফ ফিফটিন যুদ্ধবিমান ব্যবহার করা হয় বলেও, জানিয়েছে ইসরায়েল। ১১ বছর আগে, দেইর আল জৌর শহরের একটি সামরিক স্থাপনায় হঠাৎ হামলা হয়।

এ ঘটনায় শুরু থেকেই অভিযোগের তীর ছিল ইসরায়েলের দিকে। তবে এতোদিন বিষয়টি অস্বীকার করে আসছিলো তেলআবিব। হামলার জন্য ইসরায়েলের সমালোচনা করলেও, পরমাণু চুল্লি তৈরির কথা অস্বীকার করেছে সিরিয়া। আসাদ প্রশাসন বলছে, দীর্ঘমেয়াদি চক্রান্তের অংশ হিসেবে সিরিয়ায় হামলা চালায় ইসরায়েল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply