‘নির্বাচিত নয় বলেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পদক্ষেপ নিচ্ছে না সরকার’

|

আমান উল্লাহ আমান। ফাইল ছবি।

জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেন ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি বলেন, সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই। ডিজেল কেরোসিনের মূল্যবৃদ্ধির খোঁড়া যুক্তি দিচ্ছে সরকার। সাধারণ মানুষ দিশেহারা। আমান উল্লাহ আরও বলেন, বর্ধিত বাস ভাড়া নির্ধারণ সরকারের সাজানো নাটক।

এসময় প্রয়োজেন ভর্তুকি দিয়ে হলেও জনগণের ওপর চাপ কমানোর আহ্বান জানান দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম। তিনি বলেন, গণপরিবহনের ভাড়া বৃদ্ধির পর মানুষের না খেয়ে মরার কোনো বিকল্প নেই। দ্রব্যমূল্য কমানোর জন্য দেশব্যাপী ৪২ দিনের কর্মসূচি পালন করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply