তেইশ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

|

কামাল হোসাইন, নেত্রকোণা

কলমাকান্দার পোগলা ইউনিয়নের সারারকোনা গ্রামে বুধবার অভিযান চালিয়ে ধর্ষণসহ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কুখ্যাত ডাকাত আঃ মান্নানকে ২৩ বছর পলাতক থাকার পর কলমাকান্দা পুলিশ গ্রেফতার করছে।

মামলার বিবরণে জানা যায়, ১৯৯৫ সালে কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নে হাপানিয়া গ্রামে রোস্তম আলীর মেয়ে হেলেনা কে গণধর্ষণ করে টুকরো টুকরো করে কেটে নির্মম ভাবে হত্যা করে। এ ঘটনায় রুস্তুম আলী বাদি হয়ে কলমাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলা নং ০৬(৪)৯৫ ধারা ৩৬৪/৩০২/২০১/১০৯/৩৪ দঃবিঃ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে থানা অফিসার ইনচার্জ (ওসি) এ.কে.এম মিজানুর রহমানের নেতৃত্বে উপ-পরিদর্শক (এস.আই) মোঃ আক্রাম হোসেন, উপ-পরিদর্শক (এস.আই) মোঃ আব্দুছ ছালাম ও উপ-সহকারী পরিদর্শক (এ.এস.আই) সংগীয় ফোর্স কলমাকান্দা উপজেলার সারারকোনা গ্রামে ধর্ষণ হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক কুখ্যাত ডাকাত আঃ মান্নানকে নিজ বাড়িতে গ্রেফতার করে থানা নিয়ে আসেন।

উল্লেখ্য, ১৯৯৫ সালে কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নে হাপানিয়া গ্রামে রোস্তম আলীর মেয়ে হেলেনা কে ধর্ষণ করে নির্মম ভাবে হত্যা করার অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় নেত্রকোণার বিজ্ঞ সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল আদালত গত ০৮/০৫/২০০২ সালে তাকে ১৯৮৩ সালের নারী নির্যাতন (নির্বর্তক শাস্তি) আইনের ৭/৯ ধারায় মৃত্যুদণ্ডাদেশ দেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply