খালেদাকে বিদেশে নিতে পরিবারের আবেদন, মতামত জানাবে আইন মন্ত্রণালয়

|

ফাইল ছবি

উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যেতে আবারও সরকারের কাছে আবেদন করেছে তার পরিবার। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, খালেদা জিয়ার ভাই এ বিষয়ে অনুমতি চেয়ে তার কাছে লিখিত আবেদন দিয়েছেন।

এ সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেন, বেগম খালেদা জিয়ার ভাই আওয়ামী লীগের অফিসে এসেছিল। তিনি (খালেদা জিয়ার ভাই) জানিয়েছেন তার বোনের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়া জরুরি। আর এই মর্মে তিনি একটি আবেদনও করেছেন। আমরা সেই চিঠিটি মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছি। আইন মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পরে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

প্রসঙ্গত, গত বছরের আগস্টেও তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার জন্য সরকারের কাছে আবেদন করা হয়েছিল। কিন্তু একজন দোষী সাব্যস্ত ব্যক্তির এই সুযোগ পাওয়ার অধিকার নেই উল্লেখ করে সরকার ওই আবেদন প্রত্যাখ্যান করেছিল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply