এভারেস্ট জয় করতে চায় ‘সোফিয়া’

|

এবার পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয় করতে চায় রোবট সোফিয়া। বুধবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে সংযুক্ত রাষ্ট্রসংঘের উন্নয়নমূলক প্রকল্প (ইউএনডিপি) আয়োজিত একটি অনুষ্ঠানে এই ইচ্ছাপ্রকাশ করে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে আধুনিক আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (কৃত্রিম বুদ্ধিমত্তা) রোবট সোফিয়া।

পৃথিবীকে অবক্ষয়ের হাত থেকে বাঁচানোর আহ্বান জানিয়ে সোফিয়া বলে, বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়নের যথেষ্ট সুযোগ দেয়। প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে দারিদ্র্য, খিদে দুর্নীতি যেমন শেষ করা সম্ভব, তেমনই সুস্বাস্থ্য ও লিঙ্গ সাম্যতাও নিশ্চিত করা যাবে।

সোফিয়া হচ্ছে মানবাকৃতির সমাজিক যোগাযোগ সক্ষম রোবট যেটি তৈরি করে হংকং ভিত্তিক প্রতিষ্ঠান হ্যানসন রোবটিক্স। এর আগে সোফিয়াকে নাগরিকত্ব দিয়েছে সৌদি আরব।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply