স্যাটেলাইটে ধরা পড়লো অরুণাচল সীমান্তে চীনের ছিটমহল নির্মাণের ছবি

|

ভারতের অরুণাচলে চীন অন্তত ৬০টি পাকা বাড়ি বানিয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। স্যাটেলাইট থেকে তোলা একটি ছবির বরাত দিয়ে এ খবর নিশ্চিত করেছে তারা।

অরুণাচল সীমান্তে চীনা সেনা স্থাপনা।

এনডিটিভি সূত্রে পাওয়া ছবিতে দেখা গেছে, অরুণাচল সীমান্তে লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল (LAC) সংলগ্ন স্থানে অন্তত ৬০টি ঘর নির্মাণ করেছে চীন। এ স্থাপনাগুলোর অবস্থান ভারত সীমান্তের ৬ কিলোমিটারের মধ্যেই। অবশ্য প্রশ্ন করা হলে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে যে, ওই ভবনগুলো চীন ভূখণ্ডেই অবস্থিত। আর এ ব্যাপারে চীনের তরফ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

অরুণাচল সীমান্তে চীন নির্মিত নতুন স্থাপনার স্যাটেলাইট ছবি।

আর ভারতীয় গণমাধ্যমের দাবী, ওই এলাকায় রেললাইন স্থাপনের পরিকল্পনা চীন প্রশাসনের।

উল্লেখ্য, এ নিয়ে অরুণাচলে দ্বিতীয়বারের মতো চীনা স্থাপনা নির্মাণের খবর পাওয়া গেল। কিছুদিন আগেই স্যাটেলাইট থেকে পাওয়া ছবির বরাত দিয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক রিপোর্টে বলা হয়েছিলো, অরুণাচল সীমান্তে একটি গ্রাম বানিয়েছে চীন। আর ভারতের দাবি ছিলো, গ্রামটি আসলে চীনের একটি স্থায়ী সেনাশিবির, সেখানে কোনো বেসামরিক মানুষ থাকেন না।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply