ভারতের সামনে ১৫৪ রানের লক্ষ্যমাত্রা দিল নিউজিল্যান্ড

|

ছবি: সংগৃহীত

৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের সামনে ১৫৪ রানের টার্গেট দিলো নিউজিল্যান্ড। এই ম্যাচ জিতলেই সিরিজ জিতে যাবে ভারত।

টস হেরে ব্যাটিং করতে নেমে উড়ন্ত সূচনা এনে দেন নিউজিল্যান্ড দলের দুই ওপেনার মার্টিন গাপটিল ও ড্যারিয়েল মিচেল। তবে ৪.১ ওভারে দলীয় ৪৮ রানের মাথায় গাপটিলকে রিশাভ প্যান্টের ক্যাচ বানিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করে ভারত। ফেরার আগে ১৫ বলে ৩১ রান করেন গাপটিল। এই রানের মাধ্যমেই কোহলিকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক হন গাপটিল।

গাপটিলের বিদায়েও রানের চাকা সচল রাখেন মার্ক চাপম্যান ও ড্যারিয়েল মিচেল। তবে দলীয় ৭৯ রানে চাপম্যান ও ৯০ রানে মিচেল আউট হলে আবারও চাপে পড়ে নিউজিল্যন্ড। শেষদিকে টিম সেইফার্টের ২১ বলে ৩৪ রানে দেড়শ রান পার করে কিউইরা।

ভারতের হয়ে ৪ ওভার বল করে ২৫ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন অভিষিক্ত হার্ষাল প্যাটেল। একটি করে উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, অক্ষর প্যাটেল ও রবিচন্দ্রন আশ্বিন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply