অটোরিকশায় কলেজছাত্রীদের অশ্লীল মন্তব্য, অঙ্গভঙ্গি: কারাগারে চালক

|

স্টাফ রিপোর্টার, মাদারীপুর:

কলেজছাত্রী দুই যাত্রীকে ইভটিজিং করার অপরাধে মাদারীপুরের শিবচরে এক অটোরিকশা চালককে ৩ মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার উত্তর বহেরাতলা ইউনিয়নের যাদুয়ারচর গ্রামের কলেজ পড়ুয়া দুই বান্ধবী পাঁচ্চর যাওয়ার উদ্দেশে ৭১ সড়ক থেকে একটি অটোরিকশায় চড়ে। এসময় অটোতে অন্য কোনো যাত্রী ছিল না। এই সুযোগে অটোরিকশা চালক যুবক হিরু খান (২৯) অটো চালাতে চালাতে ওই দুই কলেজছাত্রীকে দেখিয়ে বিভিন্ন অশ্লীল অঙ্গভঙ্গি করতে থাকে। এক পর্যায়ে তাদেরকে উদ্দেশ্য করে বিভিন্ন অশ্লীল মন্তব্যও করে। এসময় ভয়ে ওই দুই কলেজছাত্রী কোনো প্রতিবাদ না করে চুপচাপ বসে ছিল। অটোটি পাঁচ্চর স্ট্যান্ডে আসার পর চালক হিরু খান তাদেরকে না নামিয়ে দ্রুতগতিতে কাঁঠালবাড়ি ঘাটের দিকে যেতে থাকে। এসময় তারা অটো থামাতে বললেও চালক অটো থামাচ্ছিল না। অবস্থা বেগতিক দেখে তারা দুজন পিছন থেকে চালক হিরু খানের শার্টের কলার চেপে ধরে চিৎকার শুরু করে। তাদের চিৎকার শুনে স্থানীয় কয়েকজন যুবক পাঁচ্চর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় অটোটি আটকায়।

এসময় স্থানীয়রা ৯৯৯ এ ফোন দিলে শিবচর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে চালক হিরু খানকে আটক করে ও দুই কলেজছাত্রীকে উদ্ধার করে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এম রকিবুল হাসান ইভটিজিংয়ের অপরাধে চালক হিরু খানকে ৩ মাসের জেল প্রদান করেন। সাজাপ্রাপ্ত হিরু খান উপজেলার পাঁচ্চর ইউনিয়নের বড় বাহাদুরপুর গ্রামের নুরুল ইসলাম খানের ছেলে।

ইভটিজিংয়ের শিকার দুই কলেজছাত্রী বলেন, ৭১ সড়ক থেকে অটোরিকশাটি ছাড়ার পর পথে আর কোনো যাত্রী ইচ্ছে করেই তুলেনি চালক। খানকান্দি এলাকা পার হওয়ার পরই সে বিভিন্ন খারাপ অঙ্গভঙ্গি শুরু করে। এক পর্যায়ে বাজে মন্তব্যও করে। আমরা ভয়ে অটোরিকশায় বসে কিছু বলিনি। ভেবেছিলাম পাঁচ্চর নেমে এর প্রতিবাদ করবো। কিন্তু সে আমাদের পাঁচ্চর না নামিয়ে যখন কাঁঠালবাড়ি ঘাটের দিকে যাচ্ছিল তখন আমরা চিৎকার দিলে স্থানীয়রা এসে অটোরিকশাটি আটকায়। পরে পুলিশ আমাদের উদ্ধার করে।

শিবচর থানার এসআই সিদ্ধার্থ ব্রত কুন্ডু বলেন, স্থানীয়দের মাধ্যমে ৯৯৯ এ কল পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে দুই কলেজছাত্রীকে উদ্ধার করি ও বখাটে অটোরিকশা চালককে আটক করি। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চালককে সাজা প্রদান করা হয়েছে।

শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম রকিবুল হাসান বলেন, দুই কলেজছাত্রী যাত্রীদের সাথে ইভটিজিংয়ের অপরাধে এক অটোরিকশা চালককে ৩ মাসের জেল প্রদান করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply