পাবনায় দুই ভায়রার নির্বাচন, উত্তপ্ত সম্পর্ক, উত্তপ্ত ভোটের মাঠ

|

কথায় আছে পাখির মাঝে পায়রা আর আত্মীয়ের মাঝে ভায়রা। কিন্তু সুসম্পর্ক বোঝাতে ব্যবহৃত এই বাংলা প্রবাদ খাটছে না পাবনার চাটমোহরে দুই ভায়রা ভাইয়ের বেলায়। তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে গুনাইগাছা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে জমাট লড়াই দুই ভায়রা ভাইয়ের। দুজনই চেয়ারম্যান প্রার্থী। সমর্থন আর ব্যালটের নেশায় প্রতিদ্বন্দ্বী থেকে প্রতিপক্ষ বনে গেছেন তারা।

একদিকে বর্তমান চেয়ারম্যান নুরুল ইসলাম নৌকা প্রতীকে অন্যদিকে স্বতন্ত্র রজব আলী বাবলু আনারস মার্কায় মাঠ চষে বেড়াচ্ছেন। তাদের বৈরী সম্পর্ক উত্তাপ ছড়াচ্ছে ভোটের ময়দানে। সমর্থকদের বাগযুদ্ধ গড়িয়েছে হাতাহাতি পর্যন্ত। পরিস্থিতি ক্রমেই হয়ে উঠছে সংঘাতপূর্ণ।

এ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন আরও দুই প্রার্থী। তবে দুই ভায়রা ভাইয়ের মুখোমুখি অবস্থান বেশি ভাবিয়ে তুলেছে নির্বাচন কমিশনকে। চাটমোহর উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন জানালেন, সবকটি ইউনিয়নেই নেয়া হচ্ছে সতর্কতামূলক ব্যবস্থা।

শেষ পর্যন্ত ভোটারদের ব্যালট আনারসের রসে মজবে নাকি সওয়ার হবে নৌকায়, তা জানতে অপেক্ষা করতে হবে ২৮ নভেম্বর পর্যন্ত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply