কুড়িগ্রামে সীমানা পিলার পাচারের প্রতারণা চক্রের দুই সদস্য গ্রেফতার

|

স্টাফ করেসপন্ডেন্ট, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় সীমান্ত পিলার পাচারকারী প্রতারণা চক্রের ২ জন সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩। এ সময় তাদের কাছ থেকে একটি পিলার সদৃশ বস্তুও উদ্ধার করা হয়। এই বস্তুই প্রকৃত সীমানা পিলার বলে পাচারের প্রস্তুতি নিচ্ছিলো প্রতারণা চক্রের এই দুই সদস্য।

আটককৃতরা হলেন, উপজেলার কেদার ইউনিয়নের বাহের কেদার গ্রামের আবুল হােসেনের ছেলে ফরিদুল ইসলাম ও মৃত নাদুগীর ছেলে হিরেন্দ্রগীর।

কচাকাটা থানার পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (২০ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ভাটিকেদার এলাকায় অভিযান চালিয়ে তাদের দু’জনকে গ্রেফতার করে রংপুর র‍্যাব-১৩ এর সদস্যরা। তারা জানান, ওই সময় গ্রেফতারকৃত পাচারকারীরা সীমানা পিলার সদৃশ একটি বস্তু প্রতারণার মাধ্যমে বিক্রির প্রস্তুতি নিচ্ছিলো।

এ নিয়ে রোববার (২১ নভেম্বর) সন্ধ্যায় কচাকাটা থানায় একটি মামলা দায়ের করে র‍্যাব। কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেফতারকৃতদের সােমবার সকালে কুড়িগ্রাম বিজ্ঞ আদালতে পাঠানাে হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতারক চক্রের সদস্য বলে জানা গেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply