জামিনে বের হয়েই ‘ক্রিসমাস প্যারেডে’ গাড়ি তুলে দেন দাগি আসামি ব্রুকস

|

ছবি: সংগৃহীত

সম্প্রতি যুক্তরাষ্ট্রের উইসকনসিনে ‘বড়দিনের প্যারেডের’ ভেতর দিয়ে গাড়ি চালিয়ে দিয়ে পাঁচজনকে হত্যা এবং ৪৮ জনকে আহত করা ড্যারেল ব্রুকস (৩৯) একজন দাগি আসামি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ক্রিসমাস প্যারেডে গাড়ি তুলে দেয়ার দু’দিন আগে তিনি পারিবারিক নির্যাতনের এক মামলায় জামিনে বের হন। খবর রয়টার্সের।

উইসকনসিনে স্থানীয় সময় রোববার মিলওয়াকির কাছে ওয়াকেশা শহরে ওই ঘটনার আগে সেদিনই আরও একটি সহিংস অপরাধের ঘটনায় জড়িত ছিলেন ব্রুকস, এমনটাই ধারণা করছেন তদন্তকারীরা।

ওয়াকেশার পুলিশ প্রধান ড্যানিয়েল টমসন বলেন, ‘ইচ্ছাকৃতভাবে’ ভিড়ের ওপর গাড়ি চালিয়ে দিয়ে পাঁচজনকে হত্যার অভিযোগ আনা হবে ড্যারেল ব্রুকসের বিরুদ্ধে। তবে এর সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নেই। রোববার ওই ঘটনায় নিহত পাঁচজনের বয়স ৫২ থেকে ৮১ বছরের মধ্যে। এছাড়া আরও ৪৮ জন আহত হন গাড়ির ধাক্কায়, যাদের মধ্যে শিশুও রয়েছে। স্থানীয় হাসপাতালে আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।

চিকিৎসকরা জানিয়েছেন, আহত শিশুদের মধ্যে কয়েকজন মাথায় গুরুতর আঘাত পেয়েছে, কারও কারও হাড় ভেঙে গেছে। তিনটি শিশুকে আইসিইউতে রাখতে হয়েছে।

উল্লেখ্য, বড়দিনের মৌসুম শুরুর আগে প্রতি বছর থ্যাংকস গিভিং ডের আগের রোববার ওয়াকেশা শহরে এই ক্রিসমাস প্যারেডের আয়োজন করা হয়, যে রেওয়াজ চলে আসছে ৫০ বছরের বেশি সময় ধরে। স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও সেবা সংস্থার পাশাপাশি নানা বয়সী মানুষ রঙিন পোশাকে নেচে-গেয়ে এই শোভাযাত্রায় অংশ নেন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply