টেসলার ফেসবুক পাতা ডিলিট করলেন এলন মাস্ক

|

তথ্য বেহাত হওয়ার ঘটনায় টালমাটাল অবস্থা ফেসবুক কর্তৃপক্ষের। এক সপ্তাহে সিলিকন ভ্যালি তথা বিশ্বের অন্যতম এই ধনী এই প্রতিষ্ঠানটির দর কমেছে ৫৮ বিলিয়ন ডলার। খোদ জুকারবার্গই হারিয়েছেন ৯ বিলিয়ন ডলার।

ফেসবুকের বিশ্বাস যোগ্যতায় বড় ধরনের আঘাত হেনেছে ক্যামব্রিজ অ্যানালিটা কেলেঙ্কারি। ব্যবহারকারীরা এখন আর ফেসবুকে নিজেদের নিরপদ মনে করছেন না।

সাধারণ মানুষ হলে না নয়, আপনি তুড়ি মেরে উড়িয়ে দিতে পারতেন। কিন্তু মানুষটি যদি এলন মাস্ক তবে কী করবেন?

ভাবছেন এনি আবার কে? তাহলে একটু বলে নেওয়া ভালো। এলন মাস্ককে ধরা হয় একবিংশ শতাব্দীর অন্যতম সেরা উদ্ভাবন প্রতিভা সম্পন্ন উদ্যোক্তা।

সেই এলন মাস্কই তার সবচেয়ে বহুল আলোচিত প্রকল্প টেসলা’র ফেসবুক পাতা ডিলিট করে দিয়েছেন।

শুধু তাই নয়, মহাকাশ জয়ের প্রকল্প স্পেসএক্স-এর ফেসবুক পাতাও তিনি ডিলিট করে দিয়েছেন।

ভেরিফাইড ওই পাতা দুইটি শুক্রবার ডিলিট করা হয়েছে বিভিন্ন গণ মাধ্যম সূত্রে জানা গেছে।

ওই পাতা দু’টিতে কোটি কোটি ফলোয়ার ছিল, এবং এখন তারা আর এই দু’টি পাতা ফেসবুকে খুঁজে পাবেন না।

যমুনা অনলাইন: এফএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply