নাফ নদীতে অভিযান; বিপুল পরিমাণ ইয়াবা ও আইস জব্দ

|

টেকনাফের শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) এবং ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

বুধবার (২৪ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বিসিজি স্টেশন টেকনাফ স্টেশন কমান্ডার লেঃ কমাঃ এম নাঈম উল হক এর নেতৃত্বে টেকনাফ থানাধীন শাহপুরী দ্বীপ সংলগ্ন নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হলে এসব মাদক উদ্ধার করা হয়। বাংলাদেশ কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেঃ খন্দকার মুনিফ তকি দুপুরে এ তথ্য জানান।

তিনি বলেন, অভিযান চলাকালীন রাত আনুমানিক পৌনে চারটায় পাশাপাশি দুটি বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যগণ বোট দুটিকে থামার জন্য সংকেত দেয়। বোট দুটি কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দ্রুত দিক পরিবর্তন করে পালিয়ে যেতে শুরু করলে কোস্টগার্ড সদস্যগণ বোট দুটিকে ধাওয়া করে। এসময় পাচারকারী দল ১টি প্লাস্টিকের বস্তা বোট থেকে সমুদ্রে ফেলে দিয়ে মায়ানমার সীমান্তের দিকে পালিয়ে যায় ।

তিনি আরও বলেন, পরবর্তীতে কোস্টগার্ড সদস্যগণ বস্তাটি তল্লাশি করে তিন কোটি টাকার মূল্যের ১ কেজি ক্রিস্টাল মেথসহ (আইস) ত্রিশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে। জব্দকৃত ক্রিস্টাল মেথ (আইস) এবং ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply