স্যালভেশন আর্মির অস্ত্রবিরতি, সাড়া নেই মিয়ানমারের

|

মিয়ানমারের রাখাইনে এক মাসের অস্ত্রবিরতি ঘোষণা করলো, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি-(আরসা)। মানবিক দিক বিবেচনায়, রোববার থেকে শুরু হয়েছে এই অস্ত্রবিরতি। এর প্রতিক্রিয়ায় অবশ্য সুচি প্রশাসনের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত আসেনি।

স্যালভেশন আর্মির এক বিবৃতিতে, মিয়ানমার সেনাবাহিনীক সংঘাত পরিহারের আহ্বান জানানো হয়। একইসাথে, মানবাধিকার সংগঠনগুলোকে রাখাইনের দুর্গত মানুষদের সহযোগিতায় এগিয়ে আসার অনুরোধ জানায় আরসা। অবশ্য সুচি প্রশাসন বা সেনাবাহিনীর পক্ষ থেকে এ ব্যাপারে কোনো ধরনের প্রতিক্রিয়া জানানো হয়নি।

২৫ আগস্ট, একসাথে রাখাইন রাজ্যের অন্তত ৩০টি নিরাপত্তা চৌকিতে হামলা চালায় স্যালভেশন আর্মি। এরপরই, নতুনভাবে শুরু হয় সহিংসতা। জাতিসংঘের হিসাবে, চলমান দমন-পীড়নে প্রাণ গেছে এক হাজারের বেশি মানুষের যাদের বেশিরভাগই রোহিঙ্গা। সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন দু’লাখ ৯০ হাজার মানুষ। তাদের জন্য জরুরি ভিত্তিতে সাড়ে ৭ কোটি ডলারের জরুরি ত্রাণের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply