আদাল‌তে যাবার প‌থে বাদীর মুখে এসিড নি‌ক্ষেপ

|

পটুয়াখালী প্র‌তি‌নি‌ধিঃ

আদালতে যাওয়ার পথে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন রাস্তায় শিরীন বেগম না‌মের এক ম‌হিলার মুখমন্ড‌লে এসিড দি‌য়ে ঝল‌ছে দি‌য়ে‌ছে প্র‌তিপক্ষরা। আজ ভো‌রে এ ঘটনার পর স্থানীয়রা তা‌কে পটুয়াখালী ২৫০ শয্যা বি‌শিষ্ট হাসপাতা‌লে ভ‌র্তি ক‌রে দেয়। তার অবস্থা আশঙ্কামুক্ত হ‌লেও উন্নত চি‌কিৎসার জন্য তা‌কে ঢাকায় রেফার করা হ‌য়ে‌ছে।

আহত নারীর স্বামীর নাম আবু তা‌লেব। বরগুনা জেলার গাবতলী এলাকায় তার বাড়ী।

অসুস্থ শিরীন জানান, তার স্বামীর বড় ভাই আঃ ল‌তিফের সা‌থে ৫০ হাজার টাকা দেনাপাওনা সংক্রান্ত এক‌টি মামলা পটুয়াখালীর আদাল‌তে চলমান। আজ ওই মামলার আ‌পোস মিমাংসার কথা ছিল। যে কার‌ণে ভো‌রে পটুয়াখালীর আদাল‌তে যাবার প‌থে জেলা প্রশাস‌কের কার্যাল‌য়ের সাম‌নের রাস্তায় ল‌তিফ ও তার ছে‌লে ইমরানসহ অন্যান্যরা মি‌লে শিরী‌নের মুখমন্ডল ঝল‌সে দি‌য়ে পা‌লি‌য়ে যায়। প‌রে স্থানীয়রা শিরীন‌কে উদ্ধার ক‌রে হাসপাতা‌লে ভ‌র্তি ক‌রে।

হাসপাতা‌লে দা‌য়িত্বরত সি‌নিয়র সে‌বিকা তা‌নিয়া বেগম জানান, এসিড বা অন্য কোন দাহ্য পদার্থ কিনা সেটা পরীক্ষার জন্য তা‌কে ঢাকায় পাঠা‌নো হ‌য়ে‌ছে। ত‌বে বর্তমা‌নে শিরীন আশঙ্কামুক্ত ব‌লেও তি‌নি জানান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply