প্রতীকী ছবি।
স্টাফ করেসপনডেন্ট, কিশোরগঞ্জ :
কিশোরগঞ্জের ভৈরবে মোটরসাইকেলে বন্ধুদের নিয়ে ঘুরতে বেরিয়ে দুর্ঘটনায় প্রাণ গেল আল আমিন (১৫) নামে এক স্কুলছাত্রের। এ সময় গুরুতর আহত হয়েছে তার দুই সহযাত্রী। শুক্রবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে ভৈরব উপজেলার মানিকদী সেতুসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আল আমিন উপজেলার গোছামারা গ্রামের সাহেব বাড়ির ছুন্নু মিয়ার ছেলে।
আরও পড়ুন: পুলিশ খুজঁছে ‘নৌকার বিপক্ষে ভোট দিলে ৫টা লাশ পড়বে’ বলা ছাত্রলীগ নেতাকে
আহত তার দুই সহযাত্রীকে মুমূর্ষু অবস্থায় বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসার দেয়া হচ্ছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, চলন্ত মোটরসাইকেল থেকে ভিডিও চিত্র ধারণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সাথে ধাক্কা খেয়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
Leave a reply