নিউইয়র্কে বাংলাদেশি ইমাম হত্যা মামলায় অস্কার মুরালকে দোষী সাব্যস্ত

|

নিউইয়র্কে বাংলাদেশি ইমাম আলাউদ্দিন আকঞ্জি ও তার সহযোগী তারা উদ্দিনকে হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত হলেন হামলাকারী অস্কার মোরেল। ১৮ এপ্রিল রায় ঘোষণা করা হবে।

শুক্রবার রাজ্যের সুপ্রিম কোর্ট জুরি ৩৭ বছর বয়সী এই হিস্প্যানিক’কে দোষী সাব্যস্ত করেন। ধারণা করা হচ্ছে, হত্যার দায়ে তার যাবজ্জীবন কারাদণ্ড হবে এমনকি পাবে না প্যারোলের সুবিধাও।

তিন সপ্তাহ ধরে চলা শুনানিতে মোরেলের ওপর আনা হয় অবৈধ অস্ত্রবহন, হত্যাচেষ্টা ও হত্যার ৩টি মামলা। এরইমাঝে মাওলানা ও তার সহযোগীর পরিবারের পক্ষ থেকে এই রায়ের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেছে, আমেরিকান-ইসলামিক পরিষদ- CAIR। ২০১৬ সালের ১৩ আগস্ট, নিউইয়র্কের ওজনপার্ক এলাকায় অভিবাসী দুই বাংলাদেশিকে পেছন থেকে গুলি করা হয়। ঘটনাস্থলেই প্রাণ হারান ৫৫ বছর বয়সী ইমাম আকঞ্জি। গুরুতর আহত ৬৫ বছর বয়স্ক তারা মিয়ার মৃত্যু হয় হাসপাতালে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply