আজ এক মিনিট অন্ধকারে থাকবে বাংলাদেশ

|

একাত্তরের ২৫ মার্চের কালরাত্রি, জাতীয় গণহত্যা দিবসে নিহতদের স্মরণে রাতে এক মিনিট অন্ধকারে থাকবে পুরো বাংলাদেশ। রাত ৯টা থেকে ৯টা এক মিনিট পর্যন্ত পালন করা হবে ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি।

একাত্তরের ২৫ মার্চ কালরাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনী যে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছিল সেই নির্মমতাকে স্মরণ করতেই এই কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। কেন্দ্রীয়ভাবে বৈদ্যুতিক সংযোগ বন্ধ করা না হলেও নিজ নিজ উদ্যোগে বাতি নিভিয়ে এক মিনিট এই প্রতীকী কর্মসূচিতে যোগ দেয়ার আহ্বান জানানো হয়েছে। তবে হাসপাতাল আর ফায়ার সার্ভিসের মতো জরুরি সেবা প্রতিষ্ঠান এই কর্মসূচির আওতামুক্ত থাকবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply