সেভিয়ার মুখোমুখি আজ রিয়াল মাদ্রিদ

|

ছবি: সংগৃহীত

স্প্যানিশ লিগে রাতে মাঠে নামবে জায়ান্ট রিয়াল মাদ্রিদ। রাত ২টায় সেভিয়ার মুখোমুখি হবে লস ব্লাঙ্কোসরা। লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সামনে আজ সুযোগ থাকছে শীর্ষস্থান পাকাপোক্ত করার।

সেভিয়ার সাথে রিয়ালের রেকর্ড বেশ ভালো। দুই দলের ৫২ দেখায় ৩২ ম্যাচ জিতেছে লস ব্লাঙ্কোসরা। সেভিয়ার বিপক্ষে ম্যাচে পুরনো ইনজুরিতে মাঠের বাইরে থাকবেন ড্যানি সেবায়োস ও গ্যারেথ বেল। তবে চোট কাটিয়ে ফিরছেন মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দে। তবে পেটের পিড়ায় এই ম্যাচ মিস করতে পারেন এডেন হ্যাজার্ড। আক্রমণে এই ম্যাচেও রিয়ালের ভরসা কারিম বেনজিমা ও ভিনিসিয়াস জুনিয়র।

সান্তিয়াগো বার্নাব্যুতে কার্লো আনচেলত্তির দল তাদের ৮ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড অব্যাহত রাখার চেষ্টাই চালাবে। অন্যদিকে, জেসাস নাভাস ও ইউসুফ এন-নেসাইরি ইনজুরির কারণে আজও থাকবেন সেভিয়ার সাইডলাইনে। এছাড়া মারকোস আকুইনা, দিয়েগো কার্লোস, সুসো এবং এরিক লামেলার খেলাও ইনজুরির কারণে অনিশ্চিত। জুলেন লোপেতেগির সেভিয়া আছে পয়েন্ট টেবিলের তিনে। রিয়াল মাদ্রিদের চেয়ে দুই পয়েন্ট কম তাদের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply