আজিমপুরে দেয়াল ধসে নিহত: ১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

|

ছবি: সংগৃহীত

আজিমপুরে দেয়াল ধসে নিহত স্কুলছাত্র জিহাদ হোসেন (৭)এর পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে বিচারপতি ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এ রিটের অনুমোদন দেন।

শুনানিতে ১৫ কার্যদিবসের মধ্যে ঢাকা (দক্ষিণ) সিটি করপোরেশন এবং গণপূর্ত অধিদফতরকে ক্ষতিপূরণ দিতে নির্দেশনা দিতে আদালতে বলা হবে- বলে জানান আইনজীবী। এর আগে নিহতের পরিবারকে ৭ দিনের মধ্যে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেয়ার জন্য সরকার ও দক্ষিণ সিটি করপোরেশনকে পৃথক আইনি নোটিশ দেয় চিলড্রেনস চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশন এবং আইন-অধিকার। কিন্তু নির্ধারিত সময়ে ক্ষতিপূরণ দিতে ব্যর্থ হওয়ায় রিট করা হয়েছে।

রিটকারী আইনজীবী মহিদুল কবির বলেন, এর আগে গত ১০ নভেম্বর আমরা রিট করেছিলাম, কিন্তু তাতে কাজ হয়নি। রাষ্ট্রের নেগ্লেজেন্সির কারণে ক্ষতিগ্রস্থ হওয়া গরীব এ পরিবারটি যেন কম করে হলেও কিছুটা ক্ষতিপূরণ পায় তা নিশ্চিত করতেই পুনরায় রিটের আবেদন করেছি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply