ভোলায় ধান কাটা নিয়ে বিবাদের জেরে কৃষককে পিটিয়ে হত্যা

|

ভেলায় ধান কাটাকে কেন্দ্র করে মো. রুহুল আমিন বেপারী (৫৭) নামে এক কৃষককে নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে।

ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এতে মঙ্গলবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় পুলিশ এক নারীকে গ্রেফতার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত মো. রুহুল আমিন বেপারীর সাথে তার বেয়াই কাসেম চৌকিদারের আগে থেকেই জমি নিয়ে বিরোধ ছিলো। আজ দুপুরের দিকে বাড়ি থেকে ভাত নিয়ে ক্ষেতে যাচ্ছিল রুহুল আমিন। পথে কাশেম, তার স্ত্রী জরিনা বেগম, দুই ছেলে নোমান ও আলামিন মিলে রুহুল আমিনকে পিটিয়ে জখম করে। এ সময় রুহুল আমিনের পা ভেঙে ও কুপিয়ে জখম করা হয়।

পরে ডাকচিৎকার শুনে পরে স্থানীয় ও স্বজনরা মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। কিন্তুু সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় মো. রুহুল আমিন বেপারীর মৃত্যু হয়।

ভোলা থানার ওসি এনায়েত হোসেন জানান, জমির বিরোধ নিয়ে কৃষক মো. রুহুল আমিন বেপারী নিহত হয়েছে। তারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাশেমের স্ত্রী জরিনা বেগমকে আটক করে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply