ইডেন ছাত্রীদের যৌন হয়রানি: চাঁদনী চকের ৪ দোকানি কারাগারে

|

রাজধানীর চাঁদনী চক মার্কেটে ইডেন কলেজের চার ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে আটক ৪ দোকান কর্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। একইসাথে রিমান্ড আবেদন নাকচ করে তাদের জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয়া হয়েছে।

রোববার মামলার তদন্তকারী কর্মকর্তা তাদেরকে ঢাকার সি.এম.এম আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চায়। আসামিপক্ষে রিমান্ড আবেদন নাকচ করে জামিন দেওয়ার জন্য আবেদন করেন। ঢাকার মহানগর হাকিম এ.এইচ.এম তোহা উভয় পক্ষের বক্তব্য শুনে রিমান্ড ও জামিন আবেদন নাকচ করে তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন এবং তদন্তকারী কর্মকর্তাকে এক কার্যদিবসের মধ্যে আসামিদের জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

কারাগারে প্রেরণকৃতরা হলেন- আবুল হোসেন, নয়ন, আল-আমিন ও নজরুল ইসলাম।

উল্লেখ্য, শুক্রবার চার ছাত্রী চাঁদনী চক মার্কেটে কেনাকাটা করতে যান। তাদের সঙ্গে এক ছাত্রীর মা ও খালা ছিলেন। কেনাকাটার একপর্যায়ে শাহনুর ফেব্রিক্স ও পাশের দোকানের কর্মচারীরা তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং গায়ে হাত তোলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়। অতঃপর শনিবার চাঁদনী চক মার্কেট থেকে নিউ মার্কেট থানার এস.আই আলমগীর মজুমদারের নেতৃত্বে আসামিদের গ্রেফতার করা হয়।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply