ভারতীয় ব্যবসায়ীর মৃত্যুতে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ

|

ছবি: সংগৃহীত

হিলি প্রতিনিধি:

হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশে পণ্য রফতানিকারক ভারতীয় ব্যবসায়ী প্রদীপ সোহানের মৃত্যুতে আজ বৃহস্পতিবার আধা বেলা পণ্য আমদানি-রফতানি বন্ধ রেখেছে ভারতীয় ব্যবসায়ীরা। ফলে সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বন্ধ রয়েছে।

ভারতীয় রফতানিকারক ব্যবসায়ীর মৃত্যুতে শোক পালনের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বাংলা-হিলি কাস্টমসের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে। দুপুর ১২টার পর বন্দরের পণ্য আমদানি-রফতানি পুনরায় চালু হবে।

এদিকে বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকলেও বন্দরের অভ্যন্তরে পানামা ওয়ার হাউজে পণ্য উঠা-নামা ও ছাড় করনের কাজ অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৩

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply