‘প্রতারণার টেস্টে’ শোচনীয়ভাবে হেরেছে অস্ট্রেলিয়া

|

বল টেম্পারিংয়ের কারণে বিতর্কিত কেপটাউন টেস্টে শোচনীয়ভাবে হেরেছে অস্ট্রেলিয়া। ৩২২ রানের বিশাল জয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। ৪৩০ রানের টার্গেটে খেলতে নেমে দক্ষিণ আফ্রিকার মাটিতে নিজেদের তৃতীয় সর্বনিম্ন ১০৭ রানে গুটিয়ে যায় অজিরা।

৫ উইকেটে ২৩৮ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। আগের দিনের হাফসেঞ্চুরিয়ান ডি ভিলিয়ার্স আউট হন ৬৩ রানে। এছাড়াও কুইন্টন ডি কক আর ফিলান্ডারের ফিফটিতে ৩৭৩ রানে দ্বিতীয় ইনিংস থামে প্রোটিয়াদের। ৪৩০ রানের বিশাল লক্ষ্যে শুরু থেকেই ধুকতে থাকে বল টেম্পারিংয়ের জন্য সমালোচনায় থাকা টিম অস্ট্রেলিয়া। পেসার মরনে মরকেলের ৫ উইকেট শিকারে মাত্র ১০৭ রানে গুটিয়ে যায় অজিরা। দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন ডেভিড ওয়ার্নার।

বল টেম্পারিং করতে গিয়ে হাতেনাতে ধরা খেয়ে ৩ ডিমেরিট পয়েন্ট পাওয়া ব্যানক্রফট ২৬ রান করে রানআউট হয়ে যান। অন্যদিকে, পরের টেস্টে নিষেধাজ্ঞা পাওয়া স্টিভেন স্মিথ করেন মাত্র ৭ রান। সার্বিক পরিস্থিতিতে যে অস্ট্রেলিয়া ভেঙে পড়েছে তা দৃশ্যমান হয়ে উঠেছে মাঠের খেলায়ও। জোহানেসবার্গে সিরিজের চতুর্থ টেস্ট হবে আগামী শুক্রবার।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply