হাফেজ শিক্ষার্থীদের কোরআন উপহার দিলো ‘নুরুল ইসলাম ফাউন্ডেশন’

|

নুরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হয়েছে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি। কর্মসূচিতে নতুন হাফেজ হওয়া শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ তুলে দেয়া হয়।

আজ শনিবার (৪ ডিসেম্বর) বিকালে যমুনা ফিউচার পার্কে কার্যক্রমের উদ্বোধন করেন যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি। এসময় যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম বাবুলকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন সালমা ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শান্তি, সেবা ও বিশ্ব মানবতার কল্যাণে কাজ করছে নুরুল ইসলাম ফাউন্ডেশন। কীভাবে মানুষের উপকার করা যায়, সবসময় সে চিন্তাই করতেন নুরুল ইসলাম বাবুল।

এসময় নতুন হাফেজ হওয়া শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ বিতরণ করা হয়। শিশুদের হাতে কোরআন তুলে দেন যমুনা গ্রুপের পরিচালক সারিয়াত তাসরিন সোনিয়া ইসলাম। শতাধিক নতুন হাফেজ পান পবিত্র কোরআন শরীফ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply