দেশে দ্রব্যমূলের নিয়ন্ত্রণ নেই: জি এম কাদের

|

জি এম কাদের। ফাইল ছবি।

দেশে দ্রব্যমূলের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেছেন, তেলের সাথে সব ধরনের নিত্যপণ্যের দাম বেড়েছে।

শনিবার (৪ ডিসেম্বর) বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় পার্টির ঢাকা মহানগর দক্ষিণের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি বলেন, জাতীয় পার্টি ক্ষমতায় থাকাকালে তেলের দাম বাড়ানো হয়নি।  তেলের দাম বাড়ানোর পর সরকার নির্ধারিত বাস ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেয়া হচ্ছে বলেও মন্তব্য করেন জি এম কাদের।

আরও পড়ুন : দুর্যোগ মোকাবেলায় সরকার বিশ্বে অনুকরণীয় মডেল: ত্রাণ প্রতিমন্ত্রী

তবে এ বিষয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই। এসব সমস্যা সমাধানের জন্য ক্ষমতার অপব্যবহার নয়, ক্ষমতা ব্যবহার করেই মানুষের কল্যাণের জন্য ক্ষমতায় যেতে হবে বলে জানান জি এম কাদের।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply