ভিডিও কলে মুখোমুখি হবেন বাইডেন-পুতিন

|

ছবি: সংগৃহীত

ইউক্রেন ইস্যুতে উত্তেজনার মাঝেই আগামী মঙ্গলবার (০৭ ডিসেম্বর) ভিডিও কলে সাক্ষাৎ করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার এ তথ্য নিশ্চিত করেছে ওয়াশিংটন ও ক্রেমলিন।

মার্কিন কর্মকর্তারা জানান, ইউক্রেন সীমান্তে রুশ সামরিক কর্মকাণ্ড নিয়ে কথা বলবেন দুই প্রেসিডেন্ট। মস্কো জানায়, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও হবে আলোচনা। গুরুত্ব দেয়া হবে গত জুনে জেনেভা সম্মেলনে হওয়া সমঝোতা বাস্তবায়নের বিষয়ে।

একদিন আগেই গোয়েন্দা তথ্যের সূত্রে ইউক্রেন দাবি করে, সীমান্তে ৯৪ হাজারের বেশি সেনা মোতায়েন করেছে রাশিয়া। জানুয়ারির শেষ নাগাদই হামলার পরিকল্পনা তাদের। কিয়েভের সাথে সুর মিলিয়ে কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনও। জানান, তাদের হাতে রাশিয়ার আগ্রাসনের পরিকল্পনা নিয়ে যথেষ্ট তথ্যপ্রমাণ আছে। তবে এ বিষয়ে মুখ খোলেননি পুতিন।

এর আগে, ২০১৪ সালে অভিযান চালিয়ে ইউক্রেনের ক্রিমিয়া দখল করেছিলো রাশিয়া। অভিযোগ আছে, ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীদের মদদ দিচ্ছে মস্কো প্রশাসন। বিচ্ছিন্নতাবাদীদের সাথে ইউক্রেনিয়ান সেনাবাহিনীর সংঘর্ষে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন দেশটির ১৩ হাজারের বেশি মানুষ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply