অন্যান্য মামলার আসামিদের সাথে বোমাসহ গ্রেফতার হওয়া চেয়ারম্যান পুত্র(পেছনে ছাই রঙের হুডি পরা)।
রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ী পাংশার মৌরাটে আসন্ন ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন পাওয়ায় বোমা ফাটিয়ে উদযাপনের অভিযোগে নৌকা মার্কার প্রার্থী মো. হাবিবুর রহমান প্রামানিকের ছেলেসহ ২ জনকে আটক করেছে স্থানীয় পুলিশ। এসময় ৩টি হাতবোমা উদ্ধার করা হয়। রোববার (৫ ডিসেম্বর) দুপুরে আটক দুজনকে আদালতে তোলা হয়।
এর আগে, শনিবার (৪ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় ইউনিয়নের বাগদুলি বাজার কমিউনিটি ক্লিনিকের সামনে ব্রিজ এলাকা থেকে তিনটি হাতবোমাসহ তাদের আটক করা হয়। আটককৃদের মধ্যে মৌরাটের ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান প্রামাণিকের ছেলে ছেলে শামীম প্রামাণিক (৩৬) ছাড়া আরও রয়েছেন ওই ইউপির চর হরিনাডাঙ্গা গ্রামের ইসলাম মণ্ডলের ছেলে মো. জালাল মণ্ডল (৩০)।
পাংশা মডেল থানার এসআই মো. মিজানুর রহমান জানান, বাবার নৌকার মনোনয়ন পাওয়ার সংবাদে ১৫-২০টি মোটরসাইকেল নিয়ে হাবিবুর রহমান প্রামানিকের ছেলেসহ অনেকে মহড়া দেয়। পরে তারা ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শওকত আলী সরদারের বাড়ির পাশে বাগদুলি বাজার এলাকার একটি ব্রীজের ওপর রাস্তা আটকিয়ে উদযাপন করতে থাকে। এসময় তারা বোমা ফাটালে আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসী।
বোমা বিস্ফোরণের সংবাদ পেয়ে এসআই মো. মিজানুর রহমান দ্রুত ঘটনাস্থলে গিয়ে ধাওয়া করে চেয়ারম্যানের ছেলেসহ ২ জনকে তিনটি হাতবোমাসহ আটক করেন। আলামত হিসেবে ঘটনাস্থলে একটি বিস্ফোরিত বোমার অংশ বিশেষও পেয়েছে পুলিশ। পরে এসআই মো. মিজানুর রহমান বাদী হয়ে আটকৃতদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন।
উল্লেখ্য,আগামী ৫ জানুয়ারী ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ী পাংশা উপজেলার ১০ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
/এসএইচ
Leave a reply