আসল কালপ্রিট ওয়ার্নার!

|

কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের পরিকল্পনা দিয়েছিলেন সহঅধিনায়ক ডেভিড ওয়ার্নার । এমন খবরই প্রকাশ করেছে অস্ট্রেলিয়ান গণমাধ্যমগুলো।

ওয়ার্নারের এমন পরিকল্পনায় গ্রিন সিগন্যাল দিয়েছিলেন অধিনায়ক স্টিভেন স্মিথ। আর মাঠে তা বাস্তবায়নের দায়িত্ব পড়ে ক্যামেরন ব্যানক্রফটের ওপর। সাথে কোচ ড্যারেন লেহম্যানের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে দেশটির গণমাধ্যম।

ওদিকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে, বল টেম্পারিং ইস্যুতে পদত্যাগ করতে যাচ্ছেন কোচ ডেরান লেহম্যান আর স্মিথ-ওয়ার্নারকে ১ বছরের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া দলের ক্রিকেটারদের করা এই প্রতারণাকে মানসিকতার সমস্যা হিসেবে দেখছে ক্রিকেটের আইনপ্রণেতা এমসিসি। দেশটির সাবেক ক্রিকেটাররা চাচ্ছেন স্মিথ-লেহম্যান জুটির বড় শাস্তি।

সংবাদ সম্মেলনে স্মিথ স্বীকার করে নেন, দলের সিনিয়র ক্রিকেটাররা সবাই জানত- বলের আকৃতি পরিবর্তনের ব্যাপারটি। একইসাথে সন্দেহ রয়েছে নাথান লায়ন, মিচেল স্টার্ক আর জশ হ্যাজেলউডের উপরও। কেপটাউন টেস্টের ৩য় দিনে মধ্যাহ্ন বিরতির সময় এই পরিকল্পনা করে অস্ট্রেলিয়া।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply